স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে দুই এলাকার কবরস্থান দখলের প্রতিবাদে ভূমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৭ মার্চ সোমবার দুপুরে হবিগঞ্জ কালেক্টর ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মাছুলিয়া-মাহমুদাবাদ কবরস্থান কমিটির সভাপতি হাজী মোঃ হেকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কদ্দুছ ও মর্তুজা আহমেদ রিপনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।এ সময় বক্তারা বলেন, মাছুলিয়া-মাহমুদাবাদ এলাকাবাসির মৃতদেহ দাফনের জন্য শায়েস্তানগর গাউছিয়া একাডেমী সংলগ্ন পরিত্যক্ত খোয়াই নদী ভরাট করে কবরস্থান নির্মাণের জন্য জেলা প্রশাসকের মৌখিক নির্দেশ অনুযায়ী ৩০ একর জায়গার প্রস্তাব করা হয়।
ইতোমধ্যে উক্ত কবরস্থানে দুই এলাকার অনেক মৃত ব্যক্তিদের দাফন করা হয়েছে। সম্প্রতি হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আবু জাহিরের অনুদান ও এলাকাবাসির আর্থিক সহযোগিতায় কবরস্থানের উন্নয়ন কাজ চলছে। এমপি আবু জাহির উক্ত কবরস্থানের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। কিছুদিন ধরে এলাকাবাসির কবরস্থানের উপর কুনজর পড়ে শায়েস্তানগর এলাকার ছাবু মিয়ার পুত্র দিলু মিয়াসহ কতিপয় ভূমিদস্যুর। তারা কবরস্থানে বাঁেশর বেড়া দিয়ে খোয়াই নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে পাইপের মাধ্যমে বালু ভরাট করে দখলের পায়তারা করছে।
বক্তারা বলেন, পরিত্যক্ত খোয়াই নদী এলাকাবাসির পানি নিষ্কাশনের একমাত্র রাস্তা। এ রাস্তা ভূমিদস্যুরা মাটি ও বালু ফেলে ভরাট করে ফেলায় পানি নিষ্কাশনের পথটি বন্ধ হয়ে গেছে। মানববন্ধনে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন মুরুব্বী হাজী আব্দুল ওয়াদুদ, হাজী আলা উদ্দিন, মাওলানা মহিউদ্দিন, আব্দুল খালেক, মুক্তিযোদ্ধা জিতু মিয়া, সেলিম সিদ্দিকী আব্দুল হাই, দরবেশ আলী, হাজী রজব আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আওয়াল, আব্দুল আলী, হাজী জারু মিয়া, কুতুব আলী, আব্দুস সালাম,আব্দুল কাইয়ুম, আব্দুস সহিদ, টেনু মিয়া, শেখ তাজ উদ্দিন দুলাল, হায়দর আলী, আব্দুল হক, মোঃ মাসুক মিয়া, এডভোকেট আব্দুল কাইয়ূম, হাজী সুলেমান মিয়া, এডভোকেট জুনায়েদ আহমেদ, শাহ আশিকুর রহমান, শাকিল আহমেদ, হায়দর খান, গোলাম সারোয়ার জাহান লিটন, আমীর আলী, আব্দুন নুর, মোহাম্মদ আলী, মঈন উদ্দিন, আছকির মিয়া ও হাফেজ মামুন মিয়া প্রমুখ। মানববন্ধন শেষে এলাকাবাসি জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারক লিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সফিউল আলম।