স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ-মিরপুর সড়কে সিএনজি চালক বীমা কর্মীর কাছ থেকে টাকা নিয়ে উধাও হয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। পরে হবিগঞ্জ মালিক সমিতির পক্ষ থেকে গাড়িসহ চালককে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
জানা যায়, গত রবিবার দুপুরে বীমা কর্মী বনগাঁও গ্রামের মৃত সত্তার মিয়ার স্ত্রী রেজিয়া খাতুন ১০ হাজার ৫শ টাকা নিয়ে সিএনজি (হবিগঞ্জ থ-১১-৩৮৪৫) অটোরিকশাতে উঠেন। গাড়ি থেকে নামার সময় হঠাৎ তার ব্যাগটি পড়ে যায়। তখন চালক জালাল মিয়া কৌশলে ব্যাগটি নিয়ে যায়। ওই মহিলাকে নামিয়ে গাড়িসহ চালক উধাও হয়ে যায়। মালিক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলামের নিকট ওই মহিলা বিচার প্রার্থী হলে তিনি গাড়িসহ চালককে তলব করেন এবং গাড়িটি তল্লাশী করে ইঞ্জিনের ভেতর থেকে টাকাগুলো উদ্ধার করা হয়।