নবীগঞ্জ প্রতিনিধি : নবীগঞ্জের সীমান্তবর্তী বানিয়াচং উপজেলার দৌলতপুর ইউনিয়ন প্রবাসী শিক্ষা কল্যাণ সমিতি কর্তৃক মেধাবী শিক্ষার্থী ও গুণিজনদের সংর্বধনা দেয়া হয়েছে। গত শুক্রবার সকালে স্থানীয় কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে সমিতির সভাপতি মোঃ রমজান আলীর সভাপতিত্বে অনুষ্টিত সংর্বধনায় প্রধান অতিথি ছিলেন ডাঃ প্রিয়তোষ কান্তি দাশ।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট কবি কোকিল দাশ, কাদিরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম, নবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষন কর্মকর্তা শেখ মোঃ জালাল উদ্দিন, শিক্ষক (অবঃ) মোঃ নুরুল হক, শিক্ষক শেখ মোঃ আলা উদ্দিন ও পতিত প্লাবন বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোঃ জাহাঙ্গীর, মোঃ সিরাজ মিয়া, অলিউর রহমান রোমন, দানাই মিয়া, মাসুম, তৌহিদ, নিয়ামত, ইরফান আলী ও আফাজ মিয়া প্রমূখ। পরে সমিতির পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী ও গুণিজনদেও মধ্যে সম্মাননা ক্রেষ্ট ও সনদপত্র প্রদান করা হয়েছে।