এম এ আই সজিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে আলতাব হোসেন (৫৫), সাদেক মিয়া (৩৫), মনোয়ারা খাতুন (৫০), আব্দুল মতিন (৫৫) ও আব্দুল জলিলকে (৫৫) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া কুদরত (৩০), জামিল (৪৫), আজিজুল (৩৫), হেনা (৪৫), দুলাল (৩৫), অ্যাডভোকেট মঈনুল হোসেন দুলাল (৩৬), আলী (৫৫), সঞ্জব (২৪), নার্গিস (১৭), নইব (৩৫), রিপন (১৬), সাজু (২৫) ও এমদাদুল (২৫)সহ অন্তত ৪০ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- হবিগঞ্জ সদর উপজেলার সুলতানশী গ্রামের পঞ্চায়েত সর্দার আলতাব হোসেনের (৫৫) সঙ্গে একই গ্রামের অ্যাডভোকেট মঈনুল হোসেন দুলালের জমি সংক্রান্ত দীর্ঘদিনের পূর্ব বিরোধ রয়েছে।
এরই জের ধরে সোমবার উভয়পক্ষের লোকজন ফিকল ও লাটিসোটাসহ বিভিন্ন দেশী অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরে খবর পেয়ে হবিগঞ্জ সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণে আনেন।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজিম উদ্দিন জানান- বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আর কোনো অপ্রিতিকর ঘটনা যাতে না ঘটে ঐ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।