স্টাফ রিপোটার, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার নয়াপাড়া চা শ্রমিকদের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এক ইউপি সদস্য ও বাগানের শ্রমিকরা। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার নয়াপাড়া ইউনিয়নের করড়া গ্রামের হান্নান মিয়ার ছেলে পিচ্ছি সুমন নয়াপাড়া চা বাগানের ভিতর প্রতিদিন জুয়ার আসর জমিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। বাগানের প্রতিনিধিগন বাধা দিতে চাইলে ডিবি পুলিশের নাম ভাঙ্গিয়ে হুমকি দেয়। মাঝে মধ্যে ডিবি পুলিশের পরিচয় দিয়ে চা শ্রমিকদের ঘরে প্রবেশ করে চার্জ লাইট, মোবাইল হাতিয়ে নিয়ে যায়। চা শ্রমিকদের কোনো আত্মীয় স্বজন বাগানে প্রবেশ করলে পিচ্চি সুমন বাহিনীর লোকজন তাদের রাস্তায় আটক করে রাখে। পরে টাকার বিনিময়ে তাদের ছাড়িয়ে নিতে হয় সুমন বাহিনীর কাছ থেকে। তার বাহিনীর যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে গত ৫ জানুয়ারী স্থানীয় ইউপি সদস্য শ্যামল বোনার্জী সহ বাগানের ৭/৮ জন চা শ্রমিক থানার অফিসার ইনচার্জ বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন। হবিগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য, উপজেলা নিবার্হী কর্মকর্তা ও পুলিশ সুপার বরাবর অভিযোগের অনুলিপি দেয়া হয়েছে।