মোযযাম্মিল হক,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) ॥ রবিবার নুরপুর বিনির্মাণ সমাজ কল্যান পরিষদের উদ্যোগে বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপজেলা চেয়ারম্যান ও গোর্কণ স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি,নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা আহসানুল হক মাস্টারের ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণ সভা ও দোয়া মাহফিল নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পরিষদের সভাপতি রাশেদুল ইসলাম রাসেলের প্রচার সম্পাদক সাজ্জাদ হোসেন রুমানের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আজাহারুল হক, নুরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি বশির আল-হেলাল, প্রভাষক মাঈনুদ্দিন ভুইয়া, আহবায়ক স্বপন আহমেদ,যুগ্ম-আহবায়ক আল-মামুন, মহিদুজ্জামান টিটু,মোকাম্মেল হক টিপু প্রমূখ। পরে আহসানুল হক মাস্টার স্মরণে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্মরণ সভা ও দোয়া মাহফিলে পরিষদের সদস্যসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।