তোফাজ্জল হোসেন অপু, নূরপুর থেকে : হবিগঞ্জ সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে নূরপুর নামক স্থানে সুটকি বুজাই পিকআপ ভ্যান(ঢাকা মেট্রো- ন-১৮-১৩০১) এর ধাক্কায় এক জন নিহত হয়েছে।
রবিবার সন্ধ্যা ৬টার সময় এ দুর্ঘটনা ঘটে ।
তাকে আশংকাজনক অবস্থায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। জনতার ধাওয়ায় পিকআপ ভ্যান সহ ড্রাইভার কে আটক করা হয় । নিহত ব্যক্তি নুরপুর গ্রামের মোকাম বাড়ির মালই মিয়া (৮৫) ।স্থানীয় সুত্রে এবং সরজমিনে গিয়ে জানাযায়,নিহত মালই মিয়া ঢাকা-সিলেট মহাসড়ক পার হতে গেলে সিলেটগামী সুটকি বুজাই পিকআপ ভ্যান তাকে ধাক্কা দেয়।