এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের মাহমুদাবাদ এলাকায় পিতাকে হত্যার অভিযোগে কুলাঙ্গার দুই পুত্রকে কারাগারে প্রেরণ করা হয়েছে। শনিবার বিকালে ওসি মোঃ নাজিম উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে কোর্টে নিয়ে যান।
এ সময় আসামী আল-আমিন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট পিতা হত্যার কথা স্বীকার করে জবানবন্দি দেয়। পরে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন আদালত। তবে নিহত কিতাব আলীর টাকার সাথে সাথে এ মামলার অন্যতম আসামী কিতাব আলীর মেয়ের জামাই জুয়েলকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ ও এলাকাবাসির ধারণা জুয়েল উক্ত টাকা নিয়ে পালিয়েছে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের মাহমুদাবাদ এলাকার বাসিন্দা কিতাব আলী (৭০) নামের এক বৃদ্ধের রহস্যজনক মৃত্যু হয়।
পুলিশ বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। নিহত কিতাব আলীর ছোট বোন পুতুলা বেগম জানান, সম্প্রতি অলিপুর এলাকায় বেশ কিছু জমি বিক্রি করে টাকা ব্যাংকে জমা রাখেন তার ভাই। বৃহস্পতিবার সকালে ৫ তলা বাসা নির্মাণ ও দেনাদারের পাওনা পরিশোধের জন্য টাকাগুলো ব্যাংক থেকে উত্তোলন করে বাসায় নিয়ে আসেন তিনি। এরপর থেকে টাকা নিতে দুই পুত্র তার উপর নির্যাতন শুরু করে।
এ নির্যাতনের কারণে তার ভাইয়ের মৃত্যু হয়েছে বলে পুতুলা বেগম জানান। তবে তার ভাইয়ের মৃত্যুর পর থেকে টাকার কোন হদিস পাওয়া যাচ্ছে না। তিনি আরো জানান, কিতাব আলীর আরো কিছু জমি অলিপুর এলাকায় রয়েছে।
জমিগুলো অধিক মূল্যে বিক্রির প্রস্তাব আসে তার নিকট। জমি বিক্রির টাকা পেতে ও আরো জমি বিক্রি করতে স্ত্রী-পুত্র কন্যারা কিতাব আলীকে চাপ প্রয়োগ করে আসছিলেন দীর্ঘদিন ধরে। কিন্তু কিতাব আলী এখনই জমি বিক্রি করতে চাননি বলে তাদের সাথে পারিবারিক কলহ দেখা দেয়। এরই জের ধরে তার স্ত্রী-পুত্র কন্যারা তাকে হত্যা করেছে বলে বৃদ্ধের সহোদর দুই বোন এবং গ্রামবাসী কেউ কেউ দাবি করেন।
এ ব্যাপারে ওসি মোঃ নাজিম উদ্দিন জানান, কিতাব আলীর বোন ধুলিয়াখাল গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী পুতুলা বেগম বাদি হয়ে আল-আমিন এবং জুয়েলের নাম উল্লেখ্য করে ২/৩ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন।