এম এ আই সজিব ॥ হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকা থেকে আব্দুল হান্নান (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে মাদক ব্যবসায়ীর নিজ বসত ঘর থেকে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সে মক্রমপুর এলাকার আব্দুর রশিদের পুত্র। শনিবার রাত ৮টায় ডিবির এসআই সুদ্বিপ রায় ও এস আই আব্দুল করিমের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার ভাই বাছিত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।