এম এ আই সজিব ॥ : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনের প্ল্যাটফর্ম থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার হওয়া যুবক অবশেষে মারা গেছেন।
শনিবার সন্ধ্যায় তিনি হবিগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে মারা যান।
খবর পেয়ে সদর থানা পুলিশ লাশের সুরতহাল তৈরি করে রাতেই মর্গে প্রেরণ করেন। শায়েস্তাগঞ্জ রেলওয়ে থানার এসআই ওমর ফারুক জানান, ২৫ ফেব্র“য়ারি কে বা কারা অজ্ঞান অবস্থায় প্ল্যাটফর্মে ফেলে রেখে যায়।
আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে প্রায় ৯ দিন মৃত্যুর সাথে লড়ে অবশেষে গতকাল সে মৃত্যুর কোলে ঢলে পড়ে।
এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ সূত্র নিশ্চিত করেছে।