চুনারুঘাট প্রতিনিধি ঃ চুনারুঘাট প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়েছে। শনিবার বিকেলে চুনারুঘাট প্রেসক্লাব ভবনে কার্যকরি কমিটির সভায় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হয়। মোঃ কামরুল ইসলামকে সভাপতি, মোঃ জামাল হোসেন লিটনকে সাধারণ সম্পাদক, মহিদ আহমেদ চৌধুরী ও জাহাঙ্গীর আলমকে সহ সভাপতি, ইসমাইল হোসেন বাচ্চু ও জুনায়েদ আহমেদকে যুগ্ম সম্পাদক, রাই রঞ্জন পালকে কোষাধ্যক্ষ, মনিরুজ্জামান তাহেরকে সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক, ওয়াহিদুল ইসলাম জিতু কে দপ্তর ও পাঠাগার সম্পাদক, মোঃ আলমগীর হোসেন ও অধ্যক্ষ ফারুক উদ্দিন চৌধুরীকে সদস্য নির্বাচিত করে ১১ সদস্য বিশিষ্ট চুনারুঘাট প্রেসক্লাবের কমিটি আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয়।
উল্লেখ্য যে, গত ২০ ফেব্র“য়ারী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এর আগে গত ২৪ ডিসেম্বর ২০১৬-১৭ সালের প্রেসক্লাবের কার্য নির্বাহী কমিটির নির্বাচনে মোঃ কামরুল ইসলাম সভাপতি ও মোঃ জামাল হোসেন লিটন সাধারণ সম্পাদক গোপন ভোটে নির্বাচিত হন।