বগুড়া ব্যুরো :: ২০ দলীয় জোটের অবরোধ সত্ত্বেও বগুড়ার পরিবহন মালিক ও শ্রমিকরা দুরপাল্লার বাস-কোচ এবং আন্তঃজেলা বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার দুপুরে সার্কিট হাউজে জেলা প্রশাসক শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার মোজাম্মেল হক, হাইওয়ে পুলিশের এসপি, র্যাবের কোম্পানী কমান্ডার, বিজিবি সদস্য, জেলা মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ্ আখতারুজ্জামান ডিউক, সাধারণ সম্পাদক সাগর কুমার রায়, যুগ্ম সম্পাদক আমিনুর রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল লতিফ, সাধারণ সম্পাদক শামসুদ্দিন শেখ হেলাল, আন্তঃজেলা ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান, ভারপ্রাপ্ত সম্পাদক খলিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় সর্বসম্মতিক্রমে পুলিশ প্রহরায় দুরপাল্লার বাস-কোচ ও আন্তঃজেলা বাস চালানোর সিদ্ধান্ত নেয়া হয়।
বগুড়া মোটর মালিক গ্রুপের সভাপতি শাহ্ আখতারুজ্জামান ডিউক ও আন্তঃজেলা ট্রাক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আবদুল মান্নান জানান, সামনে ও পিছনে পুলিশ প্রহরায় ১০টি করে কোচ-বাস ঢাকার দিকে যাবে। ডিউক আরও জানান, বিকাল থেকে কিছু কোচ চলাচল শুরু হয়েছে। ঢাকা থেকে কয়েকটি কোচ এসেছে। আজ শনিবার পরিস্থিতি দেখে আন্তঃজেলা ও থানার বাস চালু করার ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। আবদুল মান্নান জানান, তাদের ট্রাক চলাচল প্রায় স্বাভাবিক রয়েছে। এদিকে পুলিশ প্রহরায় বাস-কোচ চালানোর সিদ্ধান্ত নেয়ায় জনগণের মাঝে স্বস্তি দেখা দিয়েছে।