এম এ আই সজিব ॥ ঢাকা থেকে অপহৃত নবীগঞ্জের লিবিয়া প্রবাসী এক ব্যক্তিকে কুমিলা থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণের অভিযোগে দীপমান গ্রামের সাদেক মেম্বারের পুত্র মোতালেব হোসেন ও আক্তার হোসেন নামের দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিলার দাউদকান্দি উপজেলার দীপমান গ্রাম থেকে লিবিয়া প্রবাসী সিয়াম আহমেদ মাহিনকে (২৭) উদ্ধার করা হয়। মাহিন নবীগঞ্জ উপজেলার পাঞ্জারাই গ্রামের হেলাল উদ্দিনের পুত্র। র্যাব-১১ কুমিলার ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২-এর এএসপি মংনেথোয়াই মারমা জানান, লিবিয়া প্রবাসী মাহিনকে ঢাকার পুরানা পল্টন থেকে ১৫ দিন আগে অপহরণ করা হয়। পরে তার পরিবারের কাছে ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এ বিষয়ে মাহিনের ভাই বাহার উদ্দিন র্যাবের কাছে লিখিত অভিযোগ দেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় র্যাব দাউদকান্দি উপজেলার দীপমান গ্রাম থেকে মাহিনকে উদ্ধার করে। এ সময় অপহরণকারী মোতালেব হোসেন ও আক্তার হোসেনকে গ্রেফতার করা হয়।