স্টাফ রিপোটার ॥ অবশেষে পুলিশের হাত থেকে শেষ রক্ষা পেল না বহু অপকর্মের হোতা ২ বছরের সাজাপ্রাপ্ত আসামী মোঃ ফুল মিয়া (৪০)। অবশেষে তার ঠিকানা হল কারাগারে। সে সদর উপজেলার বড় বহুলা গ্রামের মৃত সুলতান মিয়ার পুত্র। দুপুরে সদর থানার এসআই পার্থ চক্রবর্তী ও রাকিবুল হাসানের নেতৃত্বে একদল পুলিশ নতুন বাস স্টেন্ড এলাকার বাইপাস সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করেন। পুলিশ জানায়, সে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি করতো। তার বিরুদ্ধে হবিগঞ্জ থানায় মাদক ও প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে।
২০০৮ সালে অতিরিক্ত দায়রা জজ আদালত থেকে মাদক মামলায় তার বিরুদ্ধে ২ বছরের সাজা ইস্যু হয়। এতদিন সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। বিকালেই তাকে কারাগারে প্রেরণ করা হয়।