নিজস্ব প্রতিবেদক : ১২ ফেব্রুয়ারি শুক্রবার নিখোঁজ হয় হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের সুন্দ্রাটিকি গ্রামের তালুকদার পঞ্চায়েতের চার শিশু। তারা হলেন ওয়াহিদ মিয়ার পুত্র জাকারিয়া আহমেদ শুভ (৮), তার চাচাত ভাই আব্দুল আজিজের পুত্র তাজেল মিয়া (১০) ও আবদাল মিয়ার পুত্র মনির মিয়া (৭) এবং তাদের প্রতিবেশী আব্দুল কাদিরের পুত্র ইসমাঈল হোসেন (১০)।
১৭ ফেব্রুয়ারি সকালে বালিমাটিতে পুঁতে রাখা অবস্থায় ৪ শিশুর লাশ উদ্ধার করা হয়। এ হত্যাকান্ডে জড়িত একই গ্রামের বাঘাল পঞ্চায়েতের নেতৃত্বদানকারী আব্দুল আলী বাঘাল চৌকিদার, তার ছেলে জুয়েল, রুবেলসহ ৬ জনকে গ্রেফতার করার কথা নিশ্চিত করে প্রশাসন। পরে তারা (জুয়েল ও রুবেল) আদালতে এ হত্যার দায় স্বীকার করেন। এরইমধ্যে বাকীদের গ্রেফতারে চেষ্টা করছে প্রশাসন।
যাই হোক তারা (শিশুরা) মারা গেছে মেনে নিতে পারছেন না নিহত শিশুদের দাদী মরম চান(৯০)। তার বিশ্বাস শিশুরা এখনো বেঁচে রয়েছেন। তারা আসবে। তাই তিনি এখনো শিশুদের স্কুল বই নিয়ে বসে থাকেন। বই নিয়ে স্কুলে যাওয়ার জন্যে মরম চান তার নাতীদের ডাকেন “কোথায়রে দাদু ভাইয়েরা আসো স্কুলে যাবে।” কিন্তু দাদু ভাইয়েরা আর ফিরে আসছে না। আর কোনদিন আসবেও না। তারা চলে গেছে না ফেরার দেশে। এসব বিশ্বাস করতে নারাজ মরম চান। তাকে কোন ভাবেই বুঝানো যাচ্ছেনা, তারা আর ফিরে আসবে না। নিহ শিশু জাকারিয়া আহমেদ শুভ (৮) পিতা ওয়াহিদ মিয়ার বলেন- মনকে বুঝাতে পারছি না।
তাদের (শিশুদের) কি অপরাধ ছিল। এভাবে তারা (হত্যাকারীরা) শিশুদের মেরে ফেলল। তিনি জানান- নাতী হারা শোকে আমার মা ব্যাকুল হয়ে উঠেছেন। পরিদর্শনকালে দেখা গেছে নানাস্থান থেকে সুন্দ্রাটিকি গ্রামের নিহত শিশুদের বাড়ি আসছেন লোকেরা। তারা নিহতদের পরিবারকে নানাভাবে শান্তনা দিচ্ছেন। তারপরও এ শান্তনায় মনকে বুঝাতে পারছেন না নিহতদের পরিবারের সদস্যরা। নিহত শিশুদের পুরোবাড়ি যেন কাঁদছে। এরমধ্যে বই নিয়ে ঘুরে বেড়ান মরম চান। আর লোকজনের কাছে জানতে চাইছেন তার আদরের নাতীরা কোথায়।
সুন্দ্রাটিকি প্রাথমিক স্কুলটিতে দুই শিশু, নুরানী মাদ্রাসায় এক শিশু ও ফয়জাবাদ স্কুলে এক শিশু লেখাপড়া করে আসছিল। এরমধ্যে সুন্দ্রাটিকি গ্রামে প্রাথমিক স্কুল ও নুরানী মাদ্রাসাটি অবস্থিত। এসব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীদের মধ্যেও শোক বইছে। তারাও এ হত্যাকান্ড মেনে নিতে পারছেনা। তারা সবাই এ হত্যাকান্ডের সঠিক বিচার দাবী করছেন।
এদিকে প্রশাসন বলছে ১৫ দিনে মধ্যেই মামলার চূড়ান্ত রিপোর্ট পেশ করবে। আর বিচারও হবে দ্রুত আইনে। এসব শুনে বিচার প্রার্থীরা নিশ্চিত মনে করছেন হত্যাকারীদের ফাঁসী হবে।