বদরুল আলম চৌধুরী : মৌলভীবাজার সরকারী কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক আবু হানিফ লাঞ্চিত হওয়ার প্রতিবাদে কলেজ ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে।
আজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে কলেজ ক্যাম্পাসে শিক্ষকরা বুকে কালোব্যাজ ধারণ সহ কলেজের সকল ধরনের ক্লাস বর্জন কর্মসূচী পালন করছেন।
পাশাপাশি কলেজের ছাত্রছাত্রীরা অভিযোগক্ত দের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবীতে মুহুর্মুহু মিছিলে মিছিলে প্রতিবাদ মুখর হয়ে উঠেছে কলেজ ক্যাম্পাস।
শিক্ষকের উপর এভাবে হামলার ঘটনার প্রতিবাদে কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদ মুখর হয়ে উঠেছে।
সকাল ১১টার দিকে কলেজ ক্যাম্পাস থেকে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল বের করে শহরের চৌমুহনা চত্বরে এসে মানববন্ধন কর্মসূচী পালন করে।তারা দাবি যানায় দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার।
শহরে পরিবেশ শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কলেজ ক্যম্পাস, শহরের চৌমুহনা পয়েন্ট ও প্রেসক্লাব মোড়েসহ গুরুত্ব পূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।