ডেস্ক : সত্যিই দুর্দান্ত। বিস্ময়জাগানিয়া। প্রতি মুহূর্তে রোমাঞ্চকর শিহরণ। গ্যালারীতে তুঙ্গস্পর্শী উত্তেজনা। শেষ অবধি ৫ উইকেটের গৌরবময় জয়। বাঁধভাঙ্গা উল্লাসে মত্ত তখন টাইগার শিবির। বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম পাকিস্তানকে উড়িয়ে এশিয়া কাপের ফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপের ফাইনালে উঠল বাংলাদেশ। সেই সঙ্গে বিদায় ঘন্টা বাজল পাকিস্তান ও শ্রীলঙ্কার। লিগ পদ্ধতির বাকি ম্যাচগুলো এখন নিতান্তই নিয়মরক্ষার। আগামী ৬ মার্চ ভারতের বিরুদ্ধে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে টিম টাইগার্স।
টসে জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তান করেছিল সাত উইকেটে ১২৯ রান। জবাবে বাংলাদেশ ৫ উইকেটে ৫ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌছে যায়। শেষ ওভারে দরকার ছিল তিন রান। মাহমুদুল্লাহ চার হাঁকিয়ে ফাইনালে তোলার উৎসবে মাতান পুরো দলকে।
১৯তম ওভারেই জয় প্রায় নিশ্চিত হয়ে যায়। ১২ বলে দরকার ছিল ১৮, সামি দিলেন ১৫। শেষ ওভারের প্রথম বলে বাউন্ডারি হাঁকিয়ে পুরোদেশে গর্জনই তুললেন রিয়াদ।
গত বছরটা ওয়ানডেতে দুর্দান্ত কেটেছে বাংলাদেশের। তবে সমালোচনা ছিল, টি২০ তে বাংলাদেশ এখনও গোছালো দলে পরিণত হতে পারেনি। এশিয়া কাপে গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার পর এবার টি২০তে পাকিস্তান বধ। শিরোপা লড়াইয়ে এখন বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। টি২০ বিশ্বকাপের আগে বাংলাদেশের এমন পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়। কে জানে, ভারতে অনুষ্ঠেয় টি২০ বিশ্বকাপে বাংলাদেশকে আরও বড় বিস্ময় উপহার দিতে প্রস্তুত রয়েছে মাশরাফি শিবির।