নিজস্ব প্রতিনিধি : শায়েস্তাগঞ্জ নতুন ব্রীজ গোল চত্বর এলাকা থেকে বিল্লাল মিয়া (২৫) নামের এক চোরকে চোরাই স্যালো মেশিনসহ আটক করেছে জনতা। পরে উত্তেজিত জনতা তাকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে। জানা যায়, চুনারুঘাট উপজেলার পশ্চিম হাসেরগাঁও গ্রামের সেলিম মিয়ার বাড়ি থেকে গত বৃহস্পতিবার রাতে ডিজেল ইঞ্জিন চালিত পানির একটি স্যালো মেশিন চুরি হয়। পরে সেলিম মিয়া তার মেশিন চুরির বিষয়টি গ্রামের মুরুব্বীদের অবগত করেন। বিল্লাল ঠেলাগাড়ী যোগে মেশিনটি বিক্রির উদ্দেশ্যে শায়েস-াগঞ্জ নতুন ব্রীজ গোল চত্বর এলাকায় পৌঁছলে জনতার সন্দেহ হয়। পরে তাকে আটক করে সেলিম মিয়াকে খবর দেয় জনতা। সেলিম মিয়া এসে তার মেশিনটি সনাক্ত করলে বিল্লালকে পুলিশে দেয়া হয়।