এম এ আই সজিব ॥ হবিগঞ্জ ও নবীগঞ্জে যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট বিক্রির অভিযোগে এক মাদক ব্যবসায়ীকে জরিমানা ও অপর মাদক ব্যবসায়ী কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার দুপুরে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন। জানা যায়, হবিগঞ্জ শহরের উমেদনগর এলাকার মলাই মিয়ার পুত্র মাদক ব্যবসায়ী রুবেল মিয়া (২২) কে মঙ্গলবার সকালে আটক করে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারি পরিদর্শক শাহ আলমের নেতৃত্বে একদল সিপাহী। এ সময় তার নিকট থেকে ১১ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করেন। অপরদিকে নবীগঞ্জ উপজেলার নোয়াপাড়া গ্রাম থেকে আব্দুল জব্বারের পুত্র আব্দুল হাই (৩৫) কে রুদ্রগ্রামের রাস্তা থেকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস যৌন উত্তেজক ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাকে একই ম্যাজিস্ট্রেট ৬ মাসের কারাদণ্ড প্রদান