নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে জোড়া লাগানো অবস্থায় জন্ম নেওয়া দুই মেয়ে শিশুকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার শিশুদের আলাদা করার বিষয়ে আলোচনার জন্য মেডিকেল বোর্ড বসবে।
শিশু দুটির মা নিলুফার ইয়াসমিন ব্রাক্ষণবাড়িয়ার নাছিরনগর উপজেলার আলিয়ারা গ্রামের শাহিন মিয়ার স্ত্রী। গত শনিবার অস্ত্রোপচারের মাধ্যমে হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেসরকারি তিতাস শিশু ও জেনারেল হাসপাতালে জন্ম হয় শিশু দুটির। পরে তাদের ওসমানী হাসপাতালে স্থানান্তর করা হয়।
জোড়া লাগা শিশু দুটি বর্তমানে ওসমানী হাসপাতালের শিশু সার্জারি (২৩ নম্বর) ওয়ার্ডে ভর্তি আছে। অন্যদিকে নিলুফার ইয়াসমিনকে তিতাস হাসপাতালেই চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিশু দুটির বাবা শাহিনের বড় ভাই ইকবাল মিয়া।
ইকবাল জানান, নিলুফার ইয়াসমিনের শারীরিক অবস্থাও ভালো নয়। শাহিন-নিলুফার দম্পতির নিশু নামের ৬ বছরের আরেকটি মেয়ে আছে। ভাই শাহিন বিদেশে থাকায় তিনিই জোড়া লাগানো শিশু দুটিকে নিয়ে ওসমানী হাসপাতালে আসেন।
এমএজি ওসমানী হাসপাতালের উপ-পরিচালক ডা. আবদুস সালাম বলেন, ‘হাসপাতালের শিশু সার্জারি বিভাগের প্রধান ডা. নুরুল আলমের তত্ত্বাবধানে শিশু দুটিকে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার আল্ট্রাসনোগ্রাফী করে দুজনের আলাদা লিভার আছে কি-না, তা নিশ্চিত হওয়া যাবে। এরপর মেডিকেল বোর্ড গঠন করে তাদের আলাদা করাসহ পরবর্তী চিকিৎসা বিষয়ে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।