নিজস্ব প্রতিবেদক : এম জি এস পি ও শায়েস্তাগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পৌর এলাকার নাজমা কমিনিউটি সেন্টারে সোমবার সকাল থেকে দিন ব্যাপী এক কর্মশালা অনুষ্টিত হয়।
শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়ার সভাপতিত্বে ও সহকারী প্রকৌশলী কাজী আবু ওবায়েদ এর পরিচালনায় কর্মশালায় বক্তব্য রাখেন এম জি এস পির ডি পি ডি এ এস এম কবির, এল জি ই ডির সিলেট বিভাগের ডি ডি এনামুল কবির, বিশ্ব ব্যাংক প্রতিনিধি স্থপতি মোঃ মাসুম, স্থপতি এটিএম কামরুজ্জামান, শুশ্মমিতা শারমিন, জাবেদা পারভীন, ওয়াহিদুর রহমান, পৌরসভার প্রধান প্রকৌশলী সিরাজুল ইসলাম, পৌর সচিব মাহবুব আলম পাটোয়ারী, উপ সহকারী প্রকৌশলী আলী আকবর।
কর্মশালায় অংশ গ্রহন করেন পৌর প্যানেল মেয়র মাসুদউজ্জামান মাসুক, প্যানেল মেয়র মোছাঃ শিউলী বেগম, কাউন্সিলর জিতু আহমেদ মাখন, কাউন্সিলর আঃ জলিল, কাউন্সিলর মোঃ নোয়াব আলী, কাউন্সিলর তাহির খান, কাউন্সিলর খায়রুল আলম মোহাম্মদ আলী্ কউন্সিলর মোঃ সাইদুর রহমান, মহিলা কাউন্সিলর আছমা আব্দুল্লাহ, মহিলা কাউন্সিলর তহুরা খাতুন লাইজু এছাড়া ও স্কুল কলেজের শিক্ষক , এডভোকেট, সাংবাদিক, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ঠিকাদার, ব্যবসায়ী ,ঈমাম, সমাজসেবক, নাট্যকর্মী, এনজিও সংস্থার প্রতিনিধিরা এ কর্মশালায় অংশ গ্রহন করেন ।
কর্মশালায় অগ্রঅধিকার ভিত্তিতে পুরান বাজার থেকে মহাসড়ক পর্যন্ত সড়ক প্রসস্থ করন ডিভাইডার নির্মাণ, পৌর ভবন নির্মাণ, পৌর মার্কেট নির্মাণ, দাউদনগর বাজার থেকে ইসলামী একাডেমী পর্যন্ত বাইপাস সড়ক নির্মাণ, পৌর এলাকায় একাধিক পাবলিক টয়লেট নির্মাণ, পৌর পার্ক নির্মাণ, হাসপাতাল নির্মাণ, কমিউনিটি ক্লিনিক নির্মাণ, বিশুদ্ধ পানি সরবরাহ করন, গ্যাস সরবরাহ করন, যুব প্রশিক্ষন কেন্দ্র নির্মাণ, নার্সিং ইন্সিটিউট নির্মাণ, পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা, বাস ট্রাক স্ট্যান্ড নির্মাণ, ড্রাম্পিং ষ্টেশন নির্মান, পৌর পাবলিক লাইব্রেরী নির্মাণ করতে কর্মশালায় অংশ গ্রহনকারী সকলে ঐক্যমত পোষন করেন। এতে সরকার, বিশ্ব ব্যাংক ও এম জি এস পি আর্থিক সহায়তা বাবদ ৫ বছরে ৩০ কোটি টাকা বরাদ্দ দিবে।