এম এ আই সজিব ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার আন্দিউড়া চেকপোস্টে গাড়ি থামিয়ে যানবাহন পরীক্ষার নামে চাদাঁবাজি ও চালককে মারপিট করার ঘটনায় মহাসড়ক অবরোধ করে প্রতিবাদ করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় প্রায় আধঘন্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। গতকাল সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা মুনির হোসেন ঘটনাস্থলে পৌঁছে বিক্ষুদ্ধ শ্রমিকদের সঙ্গে কথা বলে বিচারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেন।
মাধবপুর ট্রাক লরি সমিতির সভাপতি তৌফিকুল ইসলাম বাদলের অভিযোগ করে বলেন, সোমবার সকালে পিকআপ চালক রুহুল আমিন মাধবপুর আসার পথে আন্দিউড়া চেক পোষ্টে এলে কর্তব্যরত পুলিশ গাড়ি থামিয়ে তার কাগজপত্র পরীক্ষা নিরীক্ষা করে। এ সময় এক কনস্টেবল শাহজালাল তার কাছে ৫ শ টাকা দাবি করেন। রুহুল আমিন টাকা দিতে রাজি না হলে কনস্টেবল তাকে থাপ্পর মারে।
এ সংবাদ পেয়ে শ্রমিকরা ঘটনাস্থলে গিয়ে মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করেন। থানার অফিসার ইনচার্জ(ওসি) মোল্লা মুনির হোসেন বলেন কাগজপত্র দেখতে চাইলে স্থানীয় চালকরা কাগজপত্র দেখাতে রাজি হয়নি। এ নিয়ে ভুল বুঝাবুঝি হয়।