এস এইচ টিটু,নূরপুর থেকে : হবিগঞ্জ সদর উপজেলার নূরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে।
গতকাল সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ হয়েছে। এই নির্বাচনে অভিভাবক ভোটার ছিল প্রায় ১০৩৫ জন। এর মধ্যে ৭৭৯ জন ভোটার ভোট দেন।
এ নির্বাচনে ম্যানেজিং কমিটির ৪টি অভিভাবক সদস্য পদে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।এতে অভিভাবকদের ভোটের মাধ্যমে অভিভাবক সদস্য নির্বাচিত হয়েছেন ৪ জন তারা হলেন – শাহজান মিয়া সাজু (মাছ) ৪৫৩ ভোট পেয়ে প্রথম হয়েছেন , আব্দুল কাদির আছাদ (আনারস) ৪৩২ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন , কাইউম মিয়া (মই) ২৯০ ভোট,আলহাজ্ব আব্দুল ওয়াহাব (দোয়াত কলম) ২৬৯ ভোট।
উক্ত ম্যানেজিং কমিটির নির্বাচন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার সদর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়া উদ্দীন।
নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নাই।
উল্লেখ্য, এ নির্বাচনে সার্বিক নিরাপত্তা দিয়েছে শায়েস্তাগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি)মো: ইয়াছিনুল হক সহ একদল পুলিশ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।