চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে ইউনিভার্সিটি স্টুডেন্টস্ ওয়েলফেয়ার এসোসিয়েশন (উসাক) এর পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। সোমবার কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বস্মতিক্রমে মুর্শেদ আজাত তূর্য্যকে (আহসান উল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যালয়) সভাপতি, তোফায়েল আহমদ (শাবি), আলী হোসেন সুজন (চার্টাড বিশ^বিদ্যালয়), সফিউল আলম রোমন (আশা বিশ^বিদ্যালয়), হাবিবুর রহমান সেলিমকে (শাবি) সহ-সভাপতি, ফয়সাল আহমদ সোহানকে (বাকৃবি) সাধারণ সম্পাদক, আতিক সুমন (কুবি), জসিম উদ্দিন (জবি), সাইফ রানা (সিলেট ইন্টারন্যাশনাল), কাবেরু নেওয়াজ নয়নকে (আশা বিশ্ব বিদ্যালয়) যুগ্ন-সম্পাদক, আতাউর রহমান নিলয়কে (ঢাবি) সাংগঠনিক সম্পাদক, আসিফ আহমদ তুষারকে (জাবি) সহ-সাংগঠনিক সম্পাদক, ফাবিয়ান ইসলাম অনিককে (চার্টাড বিশ্ববিদ্যালয়) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, দীপু উজ্জল করকে (বাকৃবি) ক্রীড়া সম্পাদক, গোলাম কিবরিয়া রাতিনকে (ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি) অর্থ সম্পাদক, ইভা অপেলিয়াকে (ইষ্ট-ওয়েস্ট বিশ্ব বিদ্যালয়) ছাত্রী বিষয়ক সম্পাদক, জুবায়ের আহমদকে (কুবি) প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তুহিনুর রহমান (শাবি) ও আঃ মোমিন সাদ্দামকে (চবি) আজীবন সদস্য পদে নির্বাচিত করে ২ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।