এম এ আই সজিব ॥ ধুলিয়াখাল-মিরপুর সড়কে নম্বরবিহীন ট্রাক-ট্রাক্টর ও ম্যাক্সি চলাচল বৃদ্ধি পেয়েছে। ফলে প্রতিদিনই কোন না কোন দুর্ঘটনা ঘটছে। রবিবার বিকালে ওই সড়কের বৈদ্যার বাজারের নিকট একটি নম্বরবিহীন ট্রাক বেপরোয়া গতিতে চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এতে অল্পের জন্য সড়কের পাশে থাকা শিক্ষার্থীরা রক্ষা পায়। ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে।