মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ সচিববের পদবী পরিবর্তন পূর্বক দশম গ্রেড স্কেলে কর্মকতার মর্যাদা প্রদান সহ ৩ দফা দাবীতে কর্মবিরতী পালন করেছে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১ টি ইউনিয়ন পরিষদের সচিবরা।
রোববার সকাল থেকে তারা কর্ম বিরতি পালন করেন। পরে দুপুরে সকল ইউনিয়নের সচিবগন উপজেলা চত্বরে জড়ো হয়ে তাদের দাবী বাস্তবায়নে আলোচনা করেন। দাবিগুলো হল ইউনিয়ন পরিষদ সচিববের পদবী পরিবর্তন পূর্বক দশম গ্রেড স্কেলে কর্মকতার মর্যাদা প্রদান ,শতভাগ বেতন ভাতা সহ সকল সুবিধাধি সরকারি কোষাগার থেকে প্রদান, আর্থিক নিরাপত্তার লক্ষ্যে পেনশন প্রদান।
এ সময় উপস্থিত ছিলেন সচিব মোঃ আলাউদ্দিন, মোঃ মনতাজ মিয়া, তোফাজ্জল হোসেন খান,গোপেশ চন্দ্র শীল, মোঃ শাহজাহান মিয়া, মজিবুর রহমান, সাধন আচায্য, সামসুল ইসলাম খন্দকার, মাশুক মিয়া, বিশ্বজিত দেব, এডওয়ার্ড সায়মন্ড সরকার।