প্রেস নিউজ:- নুরপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন বিএনপি সভাপতি ফজলুল করিম ফজলু মেম্বারের সমর্থনে নির্বাচনি প্রচারনা অব্যাহত। শনিবার সকাল থেকে সন্ধা পর্যন্ত সুরাবই গ্রামে নির্বাচনি গনসংযোগ কালে ফজলুল করিম এর সাথে উপস্থিত ছিলেন নছরতপুর গ্রামের মো: ইছব আলী সর্দার, নোয়াহাটি গ্রামের মো: আব্দুল মালেক সর্দার, নুরপুর গ্রামের মো: ছায়েব আলী, বারলারিয়া গ্রামের মো: মকসুদ আলী, মো: আকবর আলী, মো: আ: নুর, মো: আইয়ুব আলী সর্দার, মো: মরতুজ আলী, মো: ফজর আলী, মো: আকছির মিয়া, হাজ্বী মো: ইছব আলী, মো: আবু মিয়া, মো: আতর আলী, মো: মালেক মিয়া, মো: কুতুব আলী, আব্দুর রহিম, মো: ফারুক মিয়া, মো:ফরিদ মিয়া, জালাল মিয়া, তৌহিদ মিয়া, আ: আওয়াল, খেলু মিয়া, কমল মিয়া, কালা মিয়া, শাহিন মিয়া, আলম মিয়া, দিদার হোসেন প্রমূখ। এর আগে সুরাবই সাহেব বাড়িতে সৈয়দ ফুল শাহ (রহ:) এর মাজার জিয়ারত করেন চেয়ারম্যান প্রার্থী ফজলুল করিম ও তার কর্মি সমর্থকরা, মোনাজাত প্ররিচালনা করেন সাবেক চেয়ারম্যান সৈয়দ গাজিউর রহমান ও সৈয়দ ইলিয়াছ মিয়া।