আজমিরীগঞ্জ থেকে : আজমিরীগঞ্জ পৌর এলাকার উর্দ্ধবপুর গ্রামে নারায়ণ দাস (২৮) নামের এক নিরীহ ব্যক্তির উপর একদল সন্ত্রাসী হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের দেশীয় অস্ত্রের আঘাতে নারায়ণ দাস গুরুতর আহত হয়েছেন। স’ানীয় লোকজন তাকে মুর্মুর্ষূ অবস’ায় উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করেন। এখানে তার শারীরিক অবস’ার অবনতি হলে তাকে নোয়াখালী জেলা হাসপাতালে প্রেরণ করা হয়। জানা যায়, গত বুধবার সকাল ১১টায় ওই গ্রামের রঞ্জিত দাস, অজিত দাস, অবিনাশ দাস ও উত্তম দাসসহ কতিপয় লোক দেশীয় অস্ত্র নিয়ে নারায়ন দাসের উপর হামলা চালায়। হামলাকারীরা তাকে বেধড়ক আঘাত করলে নারায়ণ মাটিতে লুটিয়ে পড়ে। তার আর্তচিৎকারে স’ানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত নারায়ণ দাস জানান, উল্লেখিত ব্যক্তিরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তারা বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়ায় থেকে এলাকায় নানা অপকর্ম করে বেড়াচ্ছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস করে না। অতি সমপ্রতি রঞ্জিতের পিতা রতিকান- দাস জোরে বলে নারায়নের জমির উপর দিয়ে সেচের পানি নিতে চাইলে বাধা দেয়ায় তারা ক্ষিপ্ত হয়ে উঠে।