মাধবপুর প্রতিনিধি : মাধবপুর উপজেলার বেলঘর নামক স’ান থেকে শহিদ মিয়া (৩৫) নামের এক পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার ভোররাতে গোপন সূত্রে খবর পেয়ে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদউল্লাহ পিপিএম এর নেতত্বে একদল পুলিশ তাকে উল্লেখিত স’ান থেকে তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক শহিদ মিয়া মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলার খড়িয়া গ্রামের আলম মিয়ার পুত্র। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।