এম এ আই সজিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের বাহুবলে পূর্ব বিরোধের জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। শনিবার সকালে উপজেলার স্নানঘাট ইউনিয়নের মোদাহরপুর এবং পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামের লোকজনের মাঝে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতদের মাঝে আশংকাজনক অবস্থায় একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এলাকাবাসী জানায়, সম্প্রতি নোয়াঐ গ্রামের ইউপি মেম্বার হাবিবুলাহ তার ছেলেকে বিদেশ পাঠানোর জন্য মোদাহরপুর গ্রামের খুর্শেদ মিয়ার কাছে এক লাখ টাকা জমা দেন। কিন্তু খুর্শেদ মিয়া তাকে বিদেশ পাঠাতে ব্যর্থ হন। ফলে ইউপি মেম্বার টাকা ফেরত চান।
এ নিয়ে তাদের মাঝে বিরোধ সৃষ্টি হয়। এর জের ধরে এলাকায় একাধিক সালিশ বৈঠক হয়। তাতেও কাজ হয়নি। শুক্রবার বিকেলে এনিয়ে তাদের মাঝে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। এর জের ধরে শনিবার সকালে উভয় গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উল্লেখিত সংখ্যক লোক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় মুরুব্বীদের সহযোগিতায় সংঘর্ষ নিয়ন্ত্রণ করে। সংঘর্ষে আহতদের মাঝে নোয়াঐ গ্রামের নূরুল হককে (৩০) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া শওকত আলী (৪০), খালেক মিয়া (২৮), আলী নূর (২৫), আবিদ মিয়া (২৫) ও সাহেদ মিয়াকে (২৮) সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ফের সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।