মোঃ রহমত আলী ॥ বাংলাদেশ পরিবেশ আন্দোলন-বাপা’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক তত্ত্ববাধয়ক সরকারের উপদেষ্টা এডভোকেট সুলতানা কামাল বলেছেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদীকে কেন্দ্র করে এখানে সভ্যতা গড়ে উঠেছে। সেখানে নদীই যদি নষ্ট হয়ে যায় তাহলে মানুষ বাঁচবে কী করে? মানুষের জন্যই তো শিল্প-কারখানা, শিল্প-কারখানার জন্য মানুষ নয়। মুক্তিযুদ্ধের সময় পাকবাহিনী ও যুদ্ধাপরাধীরা এদেশে গণহত্যা চালিয়েছিল। আজ যারা শিল্পবর্জ্য দূষণের মাধ্যমে অনেক মানুষের মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে, তারাও একদিন গণহত্যার দায়ে দায়ী হবে। এদেশের নদী, বাতাস আর সার্বিক পরিবেশ রক্ষার আন্দোলনে সর্বস্তরের মানুষকে একত্রিত হয়ে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
শনিবার সকালে মাধবপুরের শাহপুর নতুন বাজার সংলগ্ন মাঠে বাপা আয়োজিত জনসভায় সভাপতির বক্তৃতাকালে তিনি একথা বলেন।
হবিগঞ্জে শিল্পদূষণ, পরিবেশ ও মানবিক বিপর্যয় প্রতিরোধে আয়োজিত জনসভায় সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি-বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। এতে মূল বক্তা ছিলেন বাপা’র কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক শরীফ জামিল। বক্তব্য রাখেন বাপা জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক আবিদুর রহমান, বাপা সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, বাপা হবিগঞ্জ জেলা যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন, ছাতিয়াইন ইউপি চেয়ারম্যান খায়রুল হোসেন মনু, রাজিউড়া ইউপি চেয়ারম্যান আব্দুল কালাম বাবুল, নয়াপাড়া ইউপি সদস্য তবিবুর রহমান তবু, স্থানীয় মুরুব্বি মহিউজ্জামান হারুন, শেখ মোঃ জাহাঙ্গীর, কোহিনুর ইসলাম, মোঃ হিরু মিয়া, শামীমুর রহমান, মাওলানা মোঃ আব্দুল ওয়াহেদ, শহীদুল ইসলাম বাবু, সোহানুর রহমান সোহান প্রমুখ।
সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, হবিগঞ্জের বিভিন্ন অঞ্চলে যে কোম্পানিগুলো কারখানা খোলার ছাড়পত্র পেয়েছে, সেগুলো কোন প্রক্রিয়ার মাধ্যমে পেয়েছে, সেটার বৈধতা চ্যালেঞ্জ করা দরকার।
সভা পরিচালনা করেন আব্দুল কাইয়ুম। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ক্বারী মাওলানা মোঃ আব্দুল কাইয়ুম। জনসভার সহযোগিতায় ছিল বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা), সংশ্লিষ্ট এলাকাবাসী ও ওয়াটারকিপার্স বাংলাদেশ।