নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের দিনারপুর উচ্চ বিদ্যালয়ের সামনে এসএসসি পরীক্ষার্থী ছাব্বির চৌধুরীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার দুপুরে বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়। এ মানবন্ধনে স্কুলের শত শত ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে
মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি ৭২ ঘন্টার আল্টেমেটাম দেয়া হয়েছে।
শিক্ষার্থীরা বলেন- ওই মিথ্যা মামলা থেকে ছাব্বির চৌধুরীর নাম প্রত্যাহার না করলে কঠোর কর্মসুচী দেয়া হবে। মানববন্ধন কর্মসুচীটি এক পর্যায়ে বিক্ষোভে পরিনত হয়।
শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে মানব বন্ধনে অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন- ছাত্র নাফি আহমদ, সাইদুল হক, মাহফুজ আহমদ, মুন্না আহমদ, তানভীর আহমদ, অসিম, কাশেম, রহমত মিয়া, ছাত্রী মাহমুদা বেগম, নাফিজা বেগম, ফারিহা বেগম, সুলতানা বেগম ও ফারহানা বেগম প্রমূখ।
শিক্ষার্থীরা বলেন, উপজেলার গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামে একটি বিলাস বহুল বাড়ি দখল-বেদখলকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষের ঘটনায় দিনারপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র ও ২০১৫ইং সনের এসএসসি পরীক্ষার্থী ছাব্বির চৌধুরী জড়িত ছিল না। ওই সময় সে স্কুলে তাদের সাথে কোচিংয়ে ছিল। কিন্ত প্রতিপক্ষের লোকজন সম্পুর্ণ উদ্দেশ্য পুর্ণভাবে তাকে ওই সাজানো মামলায় আসামী করা হয়েছে।