নিজস্ব প্রতিনিধিঃ আজমিরীগঞ্জে সংঘর্ষ মামালার আসামিকে ছাড়িয়ে নিতে আওয়ামিলীগ দুই নেতা থানায় হট্রগুল করে উত্তেজিত হয়ে থানার দারোগার টেবিলের গ্লাস ভেঙ্গে ফেলে।
জানাযায়, আজমিরীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বিরাট গ্রামে গত সোমবার গৃহপালিত পশু বাধাঁ নিয়ে বাহরাম উদ্দিন ও আঃ করিমের লোকজনের মাঝে সংঘর্ষ বাধেঁ মোজাহিদ (২৫), ও তুলনা বেগম (৩০) কে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোজাহিদকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করে।
এব্যাপারে আঃ করিম বাদি হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে আজমিরীগঞ্জ থানায় মামলা দায়ের করে। গত শুক্রবার দুপুর ২ টায় আজমিরীগঞ্জ থানার এস আই হুমায়ুন কবীরের নেতৃত্বে বাজারের পুরাতন সোনালী ব্যাংকের পেছন থেকে উক্ত মামলার এজহার ভুক্ত আসামি বিরাট গ্রামের মৃত সফিক উল্লার পুত্র বাহরাম উদ্দিন (৩২) কে আটক করে থানায় নিয়ে আসার সাথে সাথে উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক জামান আলী ও পৌর আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক রহিবুর রহমান খাঁ বাহরামকে কেন আটক করা হল এ নিয়ে থানার ভিতরে উত্তেজিত হয়ে এস আই হুমায়ুন কবীরের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে দারোগার টেবিলের পেপার ম্যাড দ্বারা টেবিলের গ্লাস ভেঙ্গে ফেলে।
অবশেষে আজমিরীগঞ্জ থানার ওসি অহিদুর রহমান পিপিএম উভয় পক্ষকে সামাল। দারোগার টেবিলের গ্লাস ভাঙ্গার ঘটনা সর্বত্র চাউর হলে এলাকায় রসালো আলোচনার ঝড় বইছে। আজমিরীগঞ্জ থানার ওসি অহিদুর রহমান পিপিএম বলেন, এব্যাপারে এখন পর্যন্ত কোন প্রকার ব্যবস্থা গ্রহন করা হয়নি।