চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে চার শিশু হত্যা মামলার আসামী অটোরিক্সাচালক বাচ্চু মিয়া বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ভোরে র্যাবের সঙ্গে বন্ধুকযুদ্ধে নিহত হওয়ার ঘটনায় চুনারুঘাট থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ৯টায় র্যাব-৯ শ্রীমঙ্গল এর ডিএডি মিজানুর রহমান বাদী হয়ে বাচ্চু মিয়া সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে কর্তব্য কাজে বাধা প্রদান সহ একটি মামলা দায়ের করেন। মামলা নং- ১৮, তারিখ- ২৫/০২/২০১৬ইং। অপর একটি অস্ত্র আইনে মামলা দায়ের করেন র্যাব-৯ শ্রীমঙ্গলের ডিএডি আমিনুল ইসলাম। মামলা নং- ১৯, তারিখ- ২৫/০২/২০১৬ ইং।
চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, রাতেই মামলাগুলো এফ.আই.আর করা হয়েছে।