এম এ আই সজিব ,হবিগঞ্জ থেকে : হবিগঞ্জের শুক্রবার সকাল ১১টায় হবিগঞ্জ কেন্দ্রীয় শাহী ঈদগাঁহ ময়দানে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজায় উপস্থিত ছিলেন- হবিগঞ্জ-লাখাই আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, বানিয়াচং-আজমীরিগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, চুনারুঘাট-মাধবপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী।
এ ছাড়া আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন।
এর আগে, সকাল সাড়ে ৯টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে তার মরদেহ হবিগঞ্জ এসে পৌঁছে। পরে তাকে গার্ড অব অনার দেওয়া হয়।
জানাজায় ইমামতি করেন হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাঁহের খতিব মাওলানা গোলাম মোস্তফা নবীনগরী। পরে মাধবপুরে দুপুর ২টায় সাবেক সমাজকল্যাণমন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদের তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে। চতুর্থ জানাজা বিকেল ৪টায় চুনারুঘাটে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। মরহুমের প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হয়।
ঢাকা স্কয়ার হাসপাতালে বৃহস্পতিবার দুপুরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।