স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পোদ্দার বাড়ি এলাকায় টমটমের ধাক্কায় শাহজাহান (৮০) নামের এক বৃদ্ধ মৃত্যুপথযাত্রী। বৃহস্পতিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। তিনি আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেওয়ে গ্রামের বাসিন্দা। জানা যায়, ওই সময় তিনি ওই সড়ক দিয়ে হেটে যাচ্ছিলেন। পেছন দিক থেকে আসা একটি টমটম তাকে ধাক্কা দিলে তিনি ছিটকে পড়ে আহত হন।