মোঃ রহমত আলী/এম এ আই সজীব ॥ হবিগঞ্জ-ধুলিয়াখাল বাইপাস সড়কের পশ্চিমভাদৈ মসজিদ সংলগ্ন স্থানে যাত্রীবাহি বাস উল্টে মহিলাসহ ২০ যাত্রী আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় । খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার একদল পুলিশ,ও ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে যান। প্রত্যক্ষ্যদর্শী ও আহতদের সুত্রে জানাযায়, যাত্রীবাহি একটি লোকাল বাস (চট্টগ্রাম-ব-৯৯২৩) মাধবপুর থেকে ছেড়ে আসে হবিগঞ্জের উদ্যোশে । চালক রাস্তায় বাসের যাত্রী উঠানামা করে সময় কর্তন করেলে নির্ধারিত সময় শেষ হয়ে যায়। যথা সময় হবিগঞ্জ স্টেশনে পৌছার জন্য চালক অলিপুর থেকে বাসটি বেপরোয়া গতিতে ছেড়ে আসে।
উল্লেখিত স্থানে পৌছলে বাসটি সামনের একটি ট্রলিকে ওভারটেক করার জন্য চালক চেষ্টা চালায়। তখন রাস্তার ডান পাশে দন্ডায়মান বৈদ্যুতিক খুঁটির সাথে বাসের ধাক্কায় লেগে খুঁটি ভেঙ্গে যায়। এসময় চালক গাড়িটি বামে কাটিয়ে নেয়ার সময় এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেল্লে বাসটি সড়কের বামদিকের খাদে পড়ে যায়। এতে উল্লেখিত সংখ্যাক যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় রাণী বেগম (৬০), তোফাজ্জল (৩০), ফারুক মিয়া (৫০), রফিক মিয়া (৬০), কবিতা সুত্রধর (২০), জয়নাল মিয়া (৫৫), আব্দুল ওয়াহেদ (১৬), আব্দুল আজিজ (৩০), শাপলা বেগম (১৫), আব্দুর রহমান (৫০), শুক্লা রাণী (৩৫), ও ওয়াহিদ মিয়া (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।