এটিএম সালাম, নবীগঞ্জ থেকে : নবীগঞ্জ পৌর এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে নগদ ৪ লক্ষ টাকাসহ অন্তত ৯ লক্ষ টাকার ক্ষতি সাধীত হয়েছে।
এলাকাবাসী জানান, বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় নবীগঞ্জ পৌর এলাকার নহরপুর গ্রামের ব্যবসায়ী জামাল মিয়ার বসত ঘরের ভিতরে আগুন দেখে চারি দিকে আতংক ছড়িয়ে পড়ে। তবে কিভাবে আগুনের সুত্রপাত বলতে পারছেন না বাড়ির মালিক। স্থানীয়দের ধারনা বিদ্যুৎ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। মূহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা নগদ ৪ লক্ষ টাকা, ৫ ভড়ি স্বর্ন, ৩টি দামী মোবাইল ফোনসহ ঘরের সকল মূল্যবান জিনিস পত্র পুড়ে ছাই হয়ে যায়। এ সময় আধা ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন স্থানীয় লোকজন।
ঘর পুড়ে ছাই হয়ে যাওয়ার এক পর্যায়ে নবীগঞ্জ দমকল বাহিনীর একটি টিম ঘটনা স্থলে গেলেও এর আগেই ঘর পুড়ে ভস্মিভুত হয়ে যায়। বাড়ির মালিক জামাল মিয়া জানান, ভাত খাওয়ার জন্য তিনি পাশের ঘরে গিয়েছিলেন। পরে ঘরে প্রবেশ করে দেখেন মশারীর মধ্যে আগুন লেগেছে।
মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারি দিকে ছড়িয়ে পরে। এ সময় তার শোর চিৎকারে আশ পাশের লোক জন ছুটে আসেন। আগুনে নগদ ৪ লক্ষ টাকাসহ অন্তত ৯ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়েছে। নবীগঞ্জ দমকল বাহিনীর স্টেশন অফিসার তৈয়ব আলী হাওলাদার জানান, আমাদেরকে অনেক পরে খবর দেওয়া হয়েছে। আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে এসেছি। কিন্তু এর আগেই আগুনে সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনার খবর পেয়ে পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী ও থানার এ আই প্রদ্যুৎ ঘোষ চৌধুরী সহ একদল পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেন।