এম এ আই সজিব, হবিগঞ্জ থেকে : হবিগঞ্জ-বানিয়াচং আঞ্চলিক সড়কে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মাদরাসা শিক্ষিকা ও মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো ৫ যাত্রী আহত হন।
বৃহস্পতিবার বেলা ৩টার দিকে ওই সড়কের রত্না এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-বানিয়াচং উপজেলার কুতুবখানী গ্রামের বাসিন্দা ২নং উত্তর-পশ্চিম ইউপির সাবেক চেয়ারম্যান ফরিদ মিয়ার মেয়ে ও বানিয়াচং বিএসডি মহিলা মাদরাসার শিক্ষিকা এবং হবিগঞ্জ কোর্টের পেরেস্কার নুরুল আমিন এর স্ত্রী রেখা আক্তার (৩০) ও সদর উপজেলার জালালাবাদ গ্রামের মৃত ইদ্রিছ আলীর ছেলে ম্যডিক্যাল এসিসটেন্ট (অবসর প্রাপ্ত) মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন ফারুক (৫৫)। পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে যাত্রীবাহী একটি বাস বানিয়াচংয়ের উদ্দেশে রওনা হয়। বেলা ২টার দিকে বাসটি রত্না এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী রেখা আক্তার ও জয়নাল আবেদীন ফারুক নিহত হন।
এ সময় উত্তেজিত জনতা প্রায় ২ ঘন্টা রাস্থা অবরোধ করে রাখে।
স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করে।
আহতরা হলেন- উমেদনগর টাইটেল মাদ্রাসার শিক্ষক মোঃ ফারুকী (৫০), জালালাবাদ বড় মসজিদেও সাবেক ইমাম মাওঃ তোফাজ্জুল ইসলাম (৩৮), জামাল মিয়া, হাজেরা বেগম, হেলাল (২২), মিদুল (২৬)।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্তিতি নিয়ন্ত্রনে আনেন এবং মৃতদেহ উদ্ধার করেন।