চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের চুনারুঘাটে প্রতিপক্ষের হামলায় এক নিরীহ পরিবারের বাড়ি ঘর ভাংচুর হয়েছে। এ সময় হামলা কারীদের আক্রমণে এক মহিলা আহত হয়েছেন। জানা যায়, বুধবার সকাল ১১টায় উপজেলার পূর্ব পাকুড়িয়া গ্রামের মোঃ রমজান আলীর ছেলে আবুল কাসেমের বাড়ি ঘরে হামলা চালায় একই গ্রামের মৃত আঃ রহিমের ছেলে আব্দুল হামিদ ও তার লোকজন। এ সময় হামলাকারীরা আবুল কাসেমের বাড়ি ঘর ভাংচুর করে।
হামলাকারীদের আক্রমণে সেলিনা আক্তার (২৫) আহত হয়। আহত সেলিনাকে চুনারুঘাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য যে, দীর্ঘদিন ধরে আবুল কাসেম ও আঃ হামিদের মধ্যে জমিজমা নিয়ে মামলা মোকদ্দমা চলে আসছে।