মোঃ রহমত আলী ॥ বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসারের কক্ষে এনজিও, স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তাদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ২৪ ফেব্রুয়ারী বুধবার সকাল ১১ টায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শরীফুল ইসলাম।
উপজেলার উন্নয়ন কাজে পারষ্পরিক সমন্বয় সাধন করে কার্যক্রম পরিচালনার উপর গুরুত্বারোপ করে বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল বাহার খান, সহকারি কমিশনার (ভূমি) মুহাম্মদ রায়হানুল হারুন, ওসি ইন্সপেক্টর অমূল্য কুমার চৌধুরী, ইউ.পি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন, যুব উন্নয়ন কর্মকর্তা সরোয়ার সুলতান আহমেদ, ব্র্যাক উপজেলা সমন্বয়কারী মহসীন উদ্দীন, আশা’র ব্যবস্থাপক অলক কুমার দেব, ইউএসটি সমন্বয়কারী রাজু আহমেদ, ইনডেভার কর্মকর্তা মোঃ কদ্দুছ আলী, এনজিও ফার্ম কো-অর্ডিনেটর মোঃ আবু হানিফ, সুইডেন এফ এফ অরবিন্দ দাশ, গণ উন্নয়ন সংস্থা কো-অর্ডিনেটর আরশাদ মিয়া, সিসিডিএ কর্মকর্তা রাজিব চন্দ্র দাস, রুপালী হেল্থ কেয়ার ম্যানেজার হাজী হাবিবুর রহমান, মা-মনি টিও সুফিয়া খাতুন প্রমুখ।