স্টাফ রিপোর্টার,মাধবপুর থেকে : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের মাঝিশাইল গ্রামে বুধবার দুপুরে বজ্রপাতে শাহেদা বেগম (৪০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। বুল্লা ইউনিয়ন চেয়ারম্যান সামসুল ইসলাম মামুন জানান, মাঝিশাইল গ্রামের আলী হায়দারের স্ত্রী শাহেদা বেগম ওইদিন দুপুর আড়াই টার দিকে মাঠে ছাগল আনতে গেলে আকষ্কি বজ্রপাতে নিহত হয়।