হামিদুর রহমান,মাধবপুর থেকে : মাধবপুরের চৌমুহনী ইউনিয়ন মডেল জোহরা শিশু একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত পুরুষ্কার বিতরণ সভায় চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের সভাপতিত্বে এবং সাংবাদিক হামিদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল আজিজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি,চৌমুহনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আঃ খালেক, চৌমুহনী ইউনিয়ন বিএনপির সভাপতি মীর আব্দুল আলীম বাদল, সাধারন সম্পাদক ফরিদুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক ছায়েদুর রহমান , বিদ্যালয় পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল আলীম ,চৌমুহনী খুর্শিদ স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক মিহির চন্দ্র দেব, দেবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইস্কান্দর মির্জা ফারুক, সমাজ সেবক সুধেন্দু ভট্রাচার্য্য, ইউ/পি সদস্য সেলিনা আলমাছ, আব্দুর রশিদ মেম্বার, সমাজ সেবক জাহাঙ্গীর আলম,চৌমুহনী ইউনিয়ন মডেল জোহরা শিশু একাডেমীর প্রধান শিক্ষিকা মাকছুদা আক্তার, সহকারী শিক্ষক মীর শরিফুল ইসলাম,সহকারী শিক্ষিকা তাছলিমা আক্তার,তানিয়া আক্তার, মুক্তা রাণী দেব প্রমূখ। পরে অতিথিবৃন্দ বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন।