এম এ আই সজিব, হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্থাগঞ্জ রেলওয়ে জংশন ওর্ভার ব্রীজ ও রেল লাইনের আশপাশে চলে রমরমা মাদক ব্যবসা। দুপুরে অর্ভার ব্রীজের উপরে বসে ৪ মাদকাসক্ত শিশু সেবন করছে ডেন্ডি আঠা। মাদকাসক্ত কথা শুনতেই কত জঘন্য না মনে হয়। মাদক সেবনে বড়দের পাশাপাশি শিশুরাও জড়িত।
ডেন্ডি বলা হচ্ছে জুতার আঠা। এই আঠা ব্যবহার করা হয় জুতা বা চামড়া জোড়া লাগানো। সেই আঠা ব্যবহার করছে মাদকাসক্ত শিশু টোকাইরা। বেশির ভাগ এই পথ শিশুরা ডেন্ডি আঠা সেবন করে থাকে।
এই মাদকাসক্ত শিশুদের বাড়ি ঘর রেল জংশন বা রেল লাইনের পার্শ্বে। সর্বক্ষনিক জংশনের আশ পাশ দিয়ে ঘোরা ঘুরি করে। আর ফাক বুঝে ট্রেন যাত্রীদের ব্যাগ, মানিব্যাগ ও যাত্রীদের পা চেপে ধরে টাকা আদায় করে।
সারাদিনে যে টাকা পায় তা ডেন্ডি আঠা কিনে একসাথে ৪/৫ জন এক সাথে বসে নেশা সেবন করে।
এদের কারনে রেল জংশনে সাধারনণ যাত্রীরা অতিষ্ঠ।জানা যায়, এদের কোন ঠিকানা না থাকায় এরা রেল জংশনে পড়ে থাকে। এই শিশু কিশোররা মাঝে মধ্যে কাগজ, পলিথিন, ছেড়া ব্যগ ইত্যাদি সংগ্রহ করে ভাঙ্গারি ব্যবসায়ীদের দেয়। ব্যবসায়ীদের কাছে কিছু টাকা পেলে দৌড়ে চলে যায় আঠা কিনতে। আর পলিথিন যোগার করে তার মধ্যে আঠা ঢেলে মরণ নেশা সেবন করে।
বাংলাদেশে এখন বহুল আলোচিত মাদক হলো-ইয়াবা, ফেন্সিডিল, হিরোইন ও গাঁজা। এসব নেশার পাশাপাশি বাড়ছে ডেন্ডি আঠা।