নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে এল সি এস প্রিমিয়ার ক্রিকেট লীগের পুরস্কার বিতরণ ও পৌর পরিষদ এর সংবর্ধনা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার বিকালে পশ্চিম লেঞ্জাপাড়ায় এল সি এস কমিটির সভাপতি আবু সুফিয়ান পারভেজ এর সভাপতিত্বে ও জহিরুল ইসলাম জনি ও উজ্জল আহমেদ এর যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র মোঃ ছালেক মিয়া ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ নোয়ার আলী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মোছা: শিউলী বেগম, শায়েস্তাগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কামরুজ্জামান আল রিয়াদ , জীপ মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুকিত। বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল হাই, লুৎফুর রহমান জিতু, আব্দুল মোতালিব, এরশাদ মিয়া, মোঃ মামুন মিয়া, ফটো সাংবাদিক ইফতেখার আলম ইকবাল, সৈয়দ নাসির আহমেদ, আর এইস শাহিন, সাইফুর রহমান শিপুল, তাজুল ইসলাম, কামাল মাহমুদ পন্ডিত, ফয়ছল আহমেদ, হাবিবুর রহমান কায়েস, মোঃ মহিউদ্দিন, এস আই সোহাগ, সুমন আহমেদ, আসিফ আহমেদ প্রমুখ।
লীগে যোসেফ কৌশিক বাই কিংস চ্যাম্পিয়ান ও সায়েম এন্টারপ্রাইজ রানার আপ হয়।