মিজানুর রহমান সুমন, শায়েস্তাগঞ্জ থেকে:- শায়েস্তাগঞ্জ নিজগাও গ্রামে খেলা নিয়ে দু পক্ষের দফা দফায় সংর্ঘষে ২০জন আহতে হয়েছে।
পুলিশ ও পত্যক্ষদর্শী সুত্রে জানাযায় সোমবার বিকালে হবিগঞ্জ সদর উপজেলার শায়েস্তাগঞ্জ থানার পৌরএলাকার নিজ গাও গ্রামে ক্রিকেট খেলা নিয়ে ঝগড়া হয়।এ নিয়ে সন্ধার পর আব্দুল কাইয়ুম ও আব্দুল আহাদের লোকজন সংর্ঘষে জরিয়ে পরে।
দুপক্ষের ইট পাটকেল ১০ জন আহত হয়। এতে গুরত্বর আহত অবস্থায় আব্দুল আহাদ(৩৫) কে ঢাকায় প্রেরন করা হয়েছে। এদিকে আজ সকালে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে আবারো সংর্ঘষে জড়িয়ে পরে, হামলা করা হয় দোকান পাট ও বাড়ি ঘরে। আহত হয় আরো দশ থেকে পনের জন।
আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানার এস আই আতিক ও সামিউল সহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এব্যপারে শায়েস্তাগঞ্জ থানার ওসি ইয়াছিনুল হকের সাথে যোগাযোগ করলে তিনি জানান খেলা নিয়ে দুপক্ষের সংর্ঘষ হয়েছে, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে, এখন সব স্বাভাবিক আছে।