জুয়েল চৌধুরী : হবিগঞ্জ শহরতলীর সুলতান মাহমুদপুরে টমটম চালক স্বামীকে নিয়ে স্ত্রী দাবীদার দুই রমনীর রশি টানাটানি শুরম্ন হয়েছে। চাঞ্চল্যকর এ ঘটনায় এক স্ত্রীর দায়ের করা অভিযোগে হতভাগা স্বামীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার বাখরনগর গ্রামের আব্দুস রশিদের পুত্র সাগর আহমেদ (২৫) হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুর এলাকায় বসবাস করে টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করছে। একই এলাকার আতিক উদ্দিনের কন্যা জরিনা আক্তার (৪০) স্ত্রী হিসেবে সংসার চালিয়ে আসছিল। সম্প্রতি বাখর নগরের আকলিমা (২২) নামের এক যুবতী সুলতান মাহমুদপুর এলাকায় সাগরের ভাড়া বাসায় এসে নিজেকে স্ত্রী দাবী করে। এ নিয়ে সাগরের প্রথম স্ত্রী জরিনার সাথে অপর স্ত্রী দাবিদার আকলিমার বাকবিতন্ডা শুরম্ন হয়। এ সময় ড়্গিপ্ত হয়ে সাগর দুইজনকেই মারধোর করে। এ ঘটনায় প্রথম স্ত্রী জরিনা সদর থানায় অভিযোগ দিলে কোর্ট স্টেশন ফাঁড়ির ইনচার্জ হেলাল উদ্দিন টমটম চালক সাগরকে আটক করেন। এ ঘটনায় শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।