এম এ আই সজিব ॥ পূর্ব বিরোধের জের ধরে বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় গ্রেফতারকৃত আরজু মিয়া (২৫) ও বশিরকে (২০) রিমান্ড দিয়েছেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মুক্তাদির আলম সোমবার দুপুরে আসামিকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেয়ার অনুমতি চেয়ে আবেদন করেন। এর প্রেক্ষিতে আরজুর সাতদিন ও বশিরের পাঁচদিন রিমান্ড মঞ্জুর করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কৌশিক আহম্মদ খোন্দকার। হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মাসুদুর রহমান মনি এ তথ্য জানিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবার দুপুর দেড়টায় ওই গ্রামের বাগাল মিয়া ও তার পুত্র জুয়েল মিয়ার ১০ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।