বিশেষ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থেকে অপহৃত হওয়া শিশুকে আড়াই মাস পর অজ্ঞান অবস্থায় উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোরে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের রায়দর গ্রামে ওই শিশুকে বাড়ির পাশে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তার পিতা আইয়ুব আলী।
পরে হবিগঞ্জ সদর থানায় খবর দিলে এসআই পার্থ চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ ওই শিশুকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
শিশুর পিতা আইয়ূব আলী জানান, তার পুত্র আবিদুর রহমান (১২) শায়েস্তাগঞ্জ নুরে মদিনার ছাত্র। গত ১৫ ডিসেম্বর মাদ্রাসায় যাবার পথে রেল লাইনের নিকট থেকে কালো একটি মাইক্রোবাসে করে একদল দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যায়। এরপরে তাকে বিভিন্নস্থানে আটকে রেখে তার নিকট মুক্তিপণ দাবি করা হয়। এ ব্যাপারে তিনি সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
এদিকে সোমবার ওই সময় অজ্ঞান অবস্থায় তার বাড়ির নিকট পাওয়া যায়। শিশুর জ্ঞান ফিরে আসার পর জবানবন্দি গ্রহণ শেষে শিশুকে তার পিতার জিম্মায় দেয়া হয়।