নিজস্ব প্রতিনিধি : হবিগঞ্জের ৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পার্থী সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সানুর সমর্থনে ৬ ও ৭নং ওয়ার্ডে নির্বাচনি পরামর্শ সভা অনুষ্টিত হয়েছে।
সোমবার সকালে পূর্ব নিশাপট ঈদ গায়ের সামনে বিশিষ্ট মুরুব্বি ইকরাম হুসেনের সভাপতিত্তে সভায় উপস্থিত ছিলেন মুরুব্বি ছাবু মিয়া সরদার, জমির আলী, আ: খালেক গেদা, মফিল হুসেন, ইছাক মিয়া, ছিদ্দিক মিয়া, কুতুব আলী, আরজু মিয়া, ওলি মিয়া, টেনু মিয়া, বাবুল মিয়া, ভিংরাজ মিয়া, ছুরুক আলী প্রমুখ।
বিকালে মধ্য নিশাপট গ্রামের ঈদ গায়ের সামনে সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট মুরুব্বি জবেদ আলী, উপস্থিত ছিলেন ছুরুক আলী লষ্কর, রহমান মিয়া, আলফু লষ্কর, কাজল মিয়া, সমুজ আলী, মপিল মিয়া, বাচ্চু মিয়া, মাপকুল ইসলাম, রমিজ উল্লাহ, শাহাজান মিয়া লষ্কর, ফেরদৌস মিয়া, মালেক মিয়া, এমরান মিয়া, মালেক মিয়া ও আ: আওয়াল প্রমুখ। উভয় সভায় চেয়ারম্যান পার্থী সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম সানু আসন্ন নির্বাচনে সকলের দোয়া ও সহযোগীতা চান ও শায়েস্তাগঞ্জ ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তর করার আশ্বাস দেন।